এয়ার টিকেটিং

এয়ার টিকেট বুকিং

সূলভে আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ  ফ্লাইট বুকিং

আল-ঈমান ট্রাভেলস্‌ এন্ড হজ্ব সার্ভিস IATA অনুমোদিত ট্রাভেল এজেন্ট । চট্টগ্রাম তথা বাংলাদেশে ট্রাভেল এজেন্ট জগতে বিশ্বস্ত নাম । এই প্রতিষ্ঠানে এয়ার টিকেট বুকিং ও রিজার্ভেশন ব্যবসা পরিচালনায় সোনালী স্বাক্ষর বহন করে চলছে । এই প্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ রির্জাভেশন টিম এয়ার টিকেট ইস্যু, রি-ইস্যু সহ যাবতীয় টিকেট সংক্রান্ত সার্ভিস প্রদান করেন । ডোমেস্টিক এয়ার টিকেট, ইন্টারন্যাশনাল এয়ার টিকেট, গ্রুপ টিকেট, ওমরাহ টিকেট সহ যাবতীয় এয়ার টিকেট অত্যন্ত সূলভে বুকিং ও বিক্রয় করে থাকেন ।

বর্তমান বাজারে বাংলাদেশ সরকার ও IATA অনুমোদিত নয় এমন ট্রাভেল এজেন্ট অত্যন্ত কম মূল্যে টিকেটিং সার্ভিস প্রদান করছেন । তাদের অনভিজ্ঞতা ও অদক্ষতার কারণে যাত্রীগন এয়ারপোর্ট বা ইমিগ্রেশনে বিভিন্ন সমস্যার সম্মূখীন হন । তাই এয়ার টিকেট ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠানের অভিজ্ঞতা, বাংলাদেশ সরকার অনুমোদিত কিনা এবং যাত্রীরা ঠিক মত ট্রাভেল সংক্রান্ত বিষয়ে পরামর্শ পাচ্ছে কিনা সে বিষয় মাথায় রেখে সঠিক প্রতিষ্ঠান থেকে এয়ার টিকেট ক্রয় করা দরকার । তাছাড়া, এয়ার টিকেটিং এর ক্ষেত্রে সঠিক ইমিগ্রেশান ও ভিসা সংক্রান্ত পরামর্শ আপনার যাত্রাকে নিশ্চিত ও নিরাপদ করতে পারে ।

পার্টনার এয়ারলাইনস্‌

আল-ঈমান ট্রাভেলস্‌ এন্ড হজ্ব সার্ভিস

বিমানে ভ্রমনের ক্ষেত্রে করনীয়

  • বিমানবন্দরে যাওয়ার সময় অবশ্যই পাসপোর্ট, ভিসা, টিকেট সঙ্গে রাখবেন ।
  • বিমান ছাড়ার কমপক্ষে ৩ ঘন্টা (এয়ার লাইনস্ অনুসারে)  আগে ইমিগ্রেশন পয়েন্ট এ উপস্থিত থাকবেন ।
  • টিকেট ইস্যু হওয়ার পর যাত্রা অন্তত ৬ ঘন্টা আগে আপনার টিকেট কনফার্ম আছে কিনা বিমানের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন ।
  • প্রতিটি বিমানের লাগেজ ও ব্যাগেজের নিদির্ষ্ট সাইজ রয়েছে সে অনুযায়ী বা তার পরিমান অনুযায়ী ব্যাগেজ নিন ।
  • অতিরিক্ত ব্যাগেজ বা বেশী ওজন হলে আগে কর্তৃপক্ষের সাথে কথা বলে নিন ।
  • বিমানে উঠার পর বিমান কর্তৃপক্ষের গাইড লাইন অনুসরণ করুন ।
  • ডোমেস্টিক এর ক্ষেত্রে এনআইডি অথবা ফটো আইডি সঙ্গে রাখবেন ।

আল-ঈমান ট্রাভেলস্‌ এন্ড হজ্ব সার্ভিস

সতর্কতা

এয়ার টিকেট ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই অনুমোদিত ট্রাভেল এজেন্ট থেকে এয়ার টিকেট ক্রয় করা উচিত । তাছাড়া দক্ষ ও অভিজ্ঞ বুকিং ম্যানেজমেন্ট আছে  এমন ট্রাভেল এজেন্ট থেকে এয়ার টিকেট ক্রয় করা জরুরী । না হলে তারিখ পরিবর্তন, সংশোধন, যাত্রাপথ পরিবর্তন ইত্যাদির ক্ষেত্রে যাত্রীদের ভোগান্তির স্বীকার হতে হয় এবং এয়ারপোর্টে সমস্যায় পড়তে হয় । তাই অভিজ্ঞ ট্রাভেল এজেন্ট যাত্রীদের নিরাপদ ভ্রমনের ক্ষেত্রে অগ্রনী ভূমিকা রাখে । 

Sidebar